Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়, খুলনা এর তথ্য বাতায়নে স্বাগতম।  


অর্জন সমূহ

কারা বন্দিদের স্থানান্তরকালে জনপ্রতি খোরাকী ভাতা ১৬/- টাকা হতে ১০০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারাগারের ধর্মিয় উপদেষ্ঠার সম্মনী ৫০/- টাকা হতে ২০০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারাবন্দিদের উৎপাদিৎ পন্যের লভ্যাংশের ৫০% বন্দিদের প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য জন প্রতি ৩০/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোজার সময় ইফতারী বাবদ বন্দি প্রতি ১৫/- টাকার স্থলে ৩০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারা বন্দিদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ সৃষ্টির লক্ষে এ বিভাগীয় কারাগারসমূহে মোবাইল ফোনে কথাবলা চালু করা হয়েছে। নিয়মিত কারা বন্দিদের প্যারালিগ্যাল সার্ভিস প্রদান করা হচ্ছে। বিভাগীয় কারাগারসমূহে বিদ্যুতের ডাবল ফেইজ সংযোগের ব্যবস্থা চালু করা হয়েছে। মহিলা কারারক্ষীদের আবাসন ব্যবস্থা সমাধানের জন্য অত্যাধুনিক ফ্লাট নির্মাণ করা হয়েছে। বিভাগীয় প্রায় কারাগারে এলইডি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে যার মাধ্যমে বন্দিদের দেখা, সাক্ষাৎ, জিামিনের তথ্য এবং কারা অধিদপ্তরের তথা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করা হচ্ছে।